যশোরে 'গোলাগুলিতে' নিহত ১৭ মামলার আসামি

যশোর শহরের রেলস্টেশন হরিজন কলোনিতে বোমা হামলার নেতৃত্ব দেওয়া জাহিদ হাসান ওরফে বাবু (৩০) গোলাগুলিতে নিহত হয়েছেন। গত সোমবার মধ্যরাতে পুলিশ সদর উপজেলার মণ্ডলগাতি গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে রেখে আসে। পুলিশের দাবি, নিহত জাহিদ সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহত জাহিদ হাসান যশোর শহরের শংকরপুর আশ্রম মোড় এলাকার হান্নান মোল্লার ছেলে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, যশোর সদর উপজেলার মণ্ডলগাতি গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে—এমন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে জাহিদ হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

ওসি অপূর্ব হাসান বলেন, সম্প্রতি যশোর রেলস্টেশন হরিজন কলোনিতে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে বোমা হামলা চালায়। ওই বোমার হামলার ঘটনায় জাহিদ হাসান নেতৃত্ব দেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৭টি মামলা রয়েছে।

এ বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের বক্তব্য জানা যায়নি।