লঞ্চ থেকে যাত্রী পড়ার অভিযোগ

ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় লঞ্চ থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা এম এল হিরাশিকো-১ নামের লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট এলাকায় পৌঁছায়। এ সময় মেঘনা নদী থেকে একটি বালুবাহী বাল্কহেডও আসে। কিন্তু ঘাটের কাছাকাছি আসলে বাল্কহেডের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে লঞ্চের বাইরে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত এক যাত্রী ধলেশ্বরী নদীতে পরে যায়।

মুক্তাপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। লঞ্চের সাড়েংকে জিজ্ঞেস করা হয়েছে। তিনি নিখোঁজের বিষটি নিশ্চিত নন। তবে লঞ্চে থাকা যাত্রীরা বলছেন কেউ একজন পানিতে পড়েছেন। মুক্তাপুর নৌ পুলিশ ও মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস যৌথভাবে নদীতে তল্লাশি চালাচ্ছে।’