উত্তরখানে আগুনে চলে গেলেন আরেকজন

রাজধানীর উত্তরখানে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন মুসলিমার মা মর্জিনা বেগম। ঢাকা মেডিকেল কলেজ, ১৩ অক্টোবর। ছবি: প্রথম আলো
রাজধানীর উত্তরখানে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন মুসলিমার মা মর্জিনা বেগম। ঢাকা মেডিকেল কলেজ, ১৩ অক্টোবর। ছবি: প্রথম আলো

রাজধানীর উত্তরখানে আগুন লাগার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ডাবলু (৩৩) মারা যান। এর আগে চিকিৎসকেরা জানিয়েছিলেন, ওই ঘটনায় ডাবলুর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

শনিবার ভোররাত চারটার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়া এলাকায় হেলাল মার্কেটের কাছে তিন তলা ভবনের একটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটে। গ্যাসের চুলা থেকে অথবা গ্যাসের লাইন ছিদ্র হয়ে ওই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দগ্ধ হয়ে ওই দিন মো. আজিজুল হক ও তাঁর স্ত্রী মুসলিমা (২০) মারা যান। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছা. সুফিয়া (৬০)। গতকাল রাতে মারা যান পূর্ণিমা (৩৫)। আজ মারা গেলেন ডাবলু। এই নিয়ে পাঁচজনের মৃত্যু হলো।

হতাহত লোকজনের সবাই উত্তরখানের ওই ফ্ল্যাটে সাবলেট হিসেবে বসবাসরত তিন পরিবারের সদস্য ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ পাঁচজনের মধ্যে সাগরের (২২) ৬৬ শতাংশ, সুফিয়ার (৫০) ৯৯ শতাংশ, পূর্ণিমার (৩৫) ৮০ শতাংশ, আবদুল্লাহর (৫) ১২ শতাংশ ও আঞ্জুর (২৫) শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে। হতাহত ব্যক্তিদের পরিবার স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।