২৫ অক্টোবর পর্যন্ত চলবে সংসদ

সংসদের ‘কার্য-উপদেষ্টা কমিটি’র ২৩ তম সভায় কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সদস্যরা অংশ নেন। সভায় দশম সংসদের সর্বশেষ এ অধিবেশন ২৫ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। ছবি: বাসস
সংসদের ‘কার্য-উপদেষ্টা কমিটি’র ২৩ তম সভায় কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সদস্যরা অংশ নেন। সভায় দশম সংসদের সর্বশেষ এ অধিবেশন ২৫ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। ছবি: বাসস

দশম জাতীয় সংসদের ২৩ তম অধিবেশন ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। পাঁচ কার্যদিবস চালানোর এ সিদ্ধান্ত সংসদ ভবনে আজ রোববার অনুষ্ঠিত ‘কার্য-উপদেষ্টা কমিটি’র ২৩ তম সভায় নেওয়া হয়েছে।

কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশ নেন। কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সাংসদ আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মো. ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আ. স. ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল ও আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন।

সভায় অধিবেশন প্রতিদিন বিকেল সোয়া ৪টায় শুরু করার সিদ্ধান্ত হয়। তবে প্রয়োজনে দিন ও সময়ে স্পিকার পরিবর্তন করতে পারবেন।

রোববার অধিবেশন শুরুর পর স্পিকার শিরীন শারমিন এ অধিবেশনের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। এ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, ফরিদুল হক খান, সাধন চন্দ্র মজুমদার, ফখরুল ইমাম ও সেলিনা জাহান লিটা।

বর্তমান সরকারের মেয়াদ ২০১৯ সালের ২৮ জানুয়ারি শেষ হবে। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা। সংবিধানে জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের আগের ৯০ দিনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। অর্থাৎ ৩১ অক্টোবরের পর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ আহ্বান করার বাধ্যবাধকতা নেই। সে হিসাবে চলতি অধিবেশনই হতে যাচ্ছে চলতি দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর দশম সংসদের ২২তম অধিবেশন শেষ হয়েছিল। ১০ কার্যদিবসের ওই অধিবেশনে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন, সড়ক পরিবহন আইনসহ ১৮টি বিল পাস হয়।