থাইল্যান্ডে নতুন রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন

নাজমুল কাউনাইন
নাজমুল কাউনাইন

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাউনাইনকে থাইল্যান্ডে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হবেন তিনি। এর আগে সাইদা মুনা তাসনিমকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে দুটি নিয়োগের তথ্য জানানো জানানো হয়।

পেশাদার কূটনীতিক নাজমুল কাউনাইন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি এর আগে ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া কূটনীতিক হিসেবে তিনি ওয়াশিংটন, জেনেভা, ইসলামাবাদ ও লন্ডনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

নাজমুল কাউনাইন ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে কূটনীতি ও আন্তর্জাতিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।