যাত্রাবাড়ীতে আরেক জনের মৃত্যু

আহত তাসফিয়াকে জড়িয়ে কাঁদছেন তাঁর মা ফাতেমা। পাশে এক স্বজনের কোলে ঘুমিয়ে শিশু মুসফিকা। বিকেলে বাসের ধাক্কায় শিশু দুটি তাদের দাদিকে হারিয়েছে। ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল, ২২ অক্টোবর। ছবি: আমিনুল ইসলাম
আহত তাসফিয়াকে জড়িয়ে কাঁদছেন তাঁর মা ফাতেমা। পাশে এক স্বজনের কোলে ঘুমিয়ে শিশু মুসফিকা। বিকেলে বাসের ধাক্কায় শিশু দুটি তাদের দাদিকে হারিয়েছে। ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল, ২২ অক্টোবর। ছবি: আমিনুল ইসলাম

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আরেকজন মারা গেছেন। আজ সোমবার বিকেলে সাদ্দাম মার্কেটের সামনে মোর্সেদা বেগম (৫০) বাসের ধাক্কায় মারা যান। এর আগে বেলা ১টার দিকে যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝখানে পড়ে মারা যান দুই ব্যক্তি।

বিকেলের ওই দুর্ঘটনায় আহত হয় নিহত মোর্সেদা বেগমের নাতনি তাসফিয়া (৮)। তবে শিশুটি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাইয়ে।

নিহত মোর্সেদা বেগমের ছেলে গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি মাকে নিয়ে ১৫ থেকে ১৬ দিন আগে তাঁর বড় ভাই মহিউদ্দিনের যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের বাসায় বেড়াতে আসেন। আজ বিকেলে তিনি মা, ভাবি ফাতেমা, দুই ভাতিজি তাসফিয়া ও মুসাফিকাকে (৪) নিয়ে গ্রামের উদ্দেশে রওনা হন।

গিয়াস উদ্দিন বলেন, তাঁরা সাদ্দাম মার্কেট থেকে বাস স্টেশনে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলেন। এমন সময় একটি বাস তাঁর মা ও ভাতিজিকে ধাক্কা দেয়। তাঁদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে সন্ধ্যায় তাঁর মাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মোর্সেদার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে। এর আগে আজ বেলা ১টার দিকে যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন । প্রথম আলোর হিসাবে, এ নিয়ে ৬০৬ দিনে সড়ক দুর্ঘটনায় ৫,৩৮৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল নিহত হয়েছে ৭ জন।