অদম্য মেধাবীদের সংবর্ধনা শুরু

অদম্য মেধাবী সংবর্ধনা ২০১৮–এ বক্তব্য দেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ছবি: অাবদুস সালাম
অদম্য মেধাবী সংবর্ধনা ২০১৮–এ বক্তব্য দেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ছবি: অাবদুস সালাম

জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করেও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা থামায়নি ওরা। নিজেদের মেধার জোরে ওরা এগোচ্ছে। সঙ্গে আছে প্রথম আলো ট্রাস্ট ও ব্র্যাক ব্যাংক। এমন সব অদম্য মেধাবীর সংবর্ধনা আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয়েছে।

‘অদম্য মেধাবী সংবর্ধনা ২০১৮’—শীর্ষক এই অনুষ্ঠানে এ বছর ১২৭ জনকে সংবর্ধনা দেওয়া হবে। প্রথম আলো ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে ২০০৭ সালে অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি দেওয়া শুরু করে। ২০১০ সাল থেকে ব্র্যাক ব্যাংক যুক্ত হয়।

তরঙ্গমীর পরিবেশনায় পূজা সেনগুপ্তের নাচের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হয়

অদম্য মেধাবী সংবর্ধনা ২০১৮ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। ছবি: প্রথম আলো
অদম্য মেধাবী সংবর্ধনা ২০১৮ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। ছবি: প্রথম আলো

আজকের অনুষ্ঠানের অতিথি জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশে এ রকম অনেক মেধাবী লুকিয়ে আছে। সম্মিলিত প্রচেষ্টায় তাদের তুলে আনতে হবে। আমরা এখন মধ্যম আয়ের দেশ। সবাই বলছে, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সে জন্য আমাদের শিক্ষিত মানবসম্পদ গড়ে তুলতে হবে। এই অদম্য মেধাবীরা দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

স্বাগত বক্তব্যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, 'এদের সংগ্রাম শুনলে মন ভরে যায়। আমরা আরও উৎসাহ পাই, উদ্দীপ্ত হই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে। ১৯৯৯ সাল থেকেই প্রথম আলো মেধাবীদের পাশে দাঁড়ায়। ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে তা শুরু হয়। এ ছাড়া অ্যাসিড দগ্ধদের পাশেও প্রথম আলো তার কর্মীদের একদিনের বেতন দিয়ে সহায়তা শুরু করে। আমরা শুধু লিখব না, সমাজের জন্য ভালো কিছুও করব।' 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। ছবি: প্রথম আলো
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানের অতিথি প্রথম আলো ট্রাস্টের প্রধান কুতুবউদ্দিন আহমদ বলেন, এই মেধাবীরাই আমাদের উৎসাহ দেয়। তোমরা স্বপ্ন দেখতে ভুলবানা। সব স্বপ্ন বাস্তবায়িত না হলেও কিছু তো হবে। আমাদের চেয়েও অনেক বড় হবা। চাকরির বেলাতেও তোমাদের পাশে সঙ্গে থাকব আমরা। 

রুপালি চৌধুরী বলেন, বঙ্গবন্ধু যেমন বলেছিলেন , কেউ দাবায়ে রাখতে পারবে না। তেমনি এদেরও কেউ দাবায়ে রাখতে পারবে না।

তরঙ্গমীর পরিবেশনায় পূজা সেনগুপ্তের নাচের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু। ছবি: প্রথম আলো
তরঙ্গমীর পরিবেশনায় পূজা সেনগুপ্তের নাচের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু। ছবি: প্রথম আলো

আজকের অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে ছিলেন চিত্রনায়িকা জয়া আহসান, চলচ্চিত্র অভিনেতা চঞ্চল চৌধুরী, মেহজাবিন। এ ছাড়া চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী, ব্র্যাক ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ, প্রথম আলো ট্রাস্টের সদস্য তাজিন আহমেদ ও জাহেদা ইস্পাহানী, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জারা জাবীন মাহবুব, প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম।