টোল বাতিলের দাবিতে বুড়িগঙ্গা প্রথম সেতুতে অবরোধ

টোলমুক্ত করার দাবিতে বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। ভোর থেকে সেতুসংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় কয়েক শ সিএনজি অটোরিকশার চালক অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সেতু টোলমুক্ত না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানান তাঁরা।

সেতুর টোলমুক্তকরণ কমিটির আহ্বায়ক ইমদাদুল হক বলেন, ‘অবৈধভাবে প্রতিটি সিএনজি অটোরিকশার কাছ থেকে ২৫ টাকা করে আদায় করা হচ্ছে। অথচ এক মাস আগেও পাঁচ টাকা করে আদায় করা হতো। কোনো অবস্থাতেই সেতুর টোল দেব না। টোলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এই দাবি অস্বীকার করে সেতুর ইজারাদার এ আর শিপিং লাইনসের পরিচালক খোরশেদ আলম বলেন, ‘সরকারনির্ধারিত রেটের বাইরে আমরা অতিরিক্ত টোল আদায় করছি না।’

সেতু অবরোধের কারণে মাওয়া রোডে কেরানীগঞ্জের সংযোগ সড়ক এলাকা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে কেউ হেঁটে, কেউ রিকশায় করে আবার কেউ ভ্যানগাড়িতে করে সেতু পার হচ্ছেন। রাজধানীর পোস্তগোলা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া পর্যন্ত যুক্ত এই সেতু। সেতু অবরোধ করে রাখায় রাজধানী থেকে খুলনা, বরিশাল, কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ রুটসহ দেশের দক্ষিণাঞ্চলে যান চলাচল বন্ধ রয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার বাসিন্দা আবদুর রশিদ বলেন, ‘সেতুতে যান চলাচল বন্ধ থাকার কারণে হেঁটেই রওনা দিচ্ছি। মানুষের কষ্টের বিষয়টি চিন্তা করে সরকারের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।’