সিলেটে বিএনপির ১০ নেতা-কর্মী আটক

আটকের পর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরীকে নিয়ে যাচ্ছে পুলিশ। ২৩, অক্টোবর। ছবি: আনিস মাহমুদ
আটকের পর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরীকে নিয়ে যাচ্ছে পুলিশ। ২৩, অক্টোবর। ছবি: আনিস মাহমুদ

সিলেটে বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরীর বাসায় পুলিশ অভিযান চালিয়ে নেতা-কর্মীদের আটক করা হয়। 

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল বুধবার ঐক্যফ্রন্টের কর্মসূচি নিয়ে ওই বাসায় স্থানীয় বিএনপি বৈঠকে বসেছিল।

আটক ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানিয়েছেন, আটক বাকি আটজন স্থানীয় বিএনপির নেতা-কর্মী।

মহানগর পুলিশের উপকমিশনার আজবাহর শেখ প্রথম আলোকে বলেন, ‘বিএনপির নেতা শাহরিয়ার হোসনে চৌধুরী অসুস্থ হওয়ায় আমরা তাঁকে নিয়ে এসেছি।’ তবে তিনি আটক বাকি ব্যক্তিদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

এদিকে আগামীকাল বুধবারের কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় কয়েজন নেতা সিলেটে পৌঁছেছেন। তাঁদের মধ্য ড. কামাল হোসেন, সুলতান মনসুর, ডা. জাফরুল্লাহ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ রয়েছেন। এর মধ্যে রাত আটটার দিকে সুলতান মনসুরকে নিয়ে শাহ জালাল (রহ.) মাজার জিয়ারত করেন ড. কামাল হোসেন। এ সময় সেখানে বিএনপির নেতা-কর্মীসহ ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।