'চতুষ্কোণ'-এর শেষ দিন আজ

জাতীয় চিত্রশালার গ্যালারি-৫-এ চলছে ‘চতুষ্কোণ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ২৪ অক্টোবর। ছবি: সংগৃহীত
জাতীয় চিত্রশালার গ্যালারি-৫-এ চলছে ‘চতুষ্কোণ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ২৪ অক্টোবর। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত তিন দিনের জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিন আজ শুক্রবার। গত বুধবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘চতুষ্কোণ’ শিরোনামের এ প্রদর্শনী শুরু হয়। উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। 


জাতীয় চিত্রশালার গ্যালারি-৫-এ সাজানো প্রদর্শনীতে মোট ৫৬ জন আলোকচিত্রীর ৮০টি আলোকচিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। গত জুন মাসে আলোকচিত্র প্রতিযোগিতার মাধ্যমে এ ছবিগুলো নির্বাচন করা হয়।

আজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে এ প্রদর্শনী শেষ হবে।

প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ২৪ অক্টোবর। ছবি: সংগৃহীত
প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ২৪ অক্টোবর। ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার গ্যালারিতে ফটোগ্রাফি–বিষয়ক আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন বিশিষ্ট আলোকচিত্রী হাসান চন্দন ও জয় কে রায় চৌধুরী।

ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি অঙ্কুর রায় বলেন, ‘আমাদের জন্য এমন বড় আয়োজনের অভিজ্ঞতা একেবারেই নতুন। এ প্রদর্শনী আমাদের বিশ্ববিদ্যালয়কে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা ভবিষ্যতে এমন প্রদর্শনীর আয়োজন করব। একে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব।’

প্রদর্শনীর কিউরেটর হিসেবে কাজ করছেন জুয়েল পাল ও ইউসুফ শাহরিয়ার মুনতাকিম। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি এবারই প্রথম বড় পরিসরে প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করল।