আহা 'কিআনন্দ'!

>

সুরের ধারার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে কিআনন্দ উৎসব। উৎসবের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবাল, অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা, লাভেলোর প্রতিনিধি আতাউর রহমান। উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। প্রতিবছর কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করা হয়। এ বছর ষষ্ঠ বছরে পা রাখল কিশোর আলো।

কিশোর আলোর পাঠকদের পদচারণায় মুখর রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণ।
কিশোর আলোর পাঠকদের পদচারণায় মুখর রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণ।
বিভিন্ন সুভেনির নেওয়ার জন্য ভিড়।
বিভিন্ন সুভেনির নেওয়ার জন্য ভিড়।
চাচা চৌধুরীর সঙ্গে সেলফি!
চাচা চৌধুরীর সঙ্গে সেলফি!
কী সুন্দর ছবিই না হবে ওর।
কী সুন্দর ছবিই না হবে ওর।
কিআ সম্পাদকের সঙ্গে দুই তারকা— তিশা ও সাকিব আল হাসান।
কিআ সম্পাদকের সঙ্গে দুই তারকা— তিশা ও সাকিব আল হাসান।
ঘরে তৈরি নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে কিআর বন্ধুরা।
ঘরে তৈরি নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে কিআর বন্ধুরা।
কিআর বন্ধুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিনিময় করছেন ‘ক্যামেরার কবি’ নাসির আলী মামুন।
কিআর বন্ধুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বিনিময় করছেন ‘ক্যামেরার কবি’ নাসির আলী মামুন।
মঞ্চে ছোটরা গাইছে গান।
মঞ্চে ছোটরা গাইছে গান।
কথা বলছেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
কথা বলছেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
নিজের জন্য কিশোর আলোর টিশার্ট পছন্দ করছে একজন।
নিজের জন্য কিশোর আলোর টিশার্ট পছন্দ করছে একজন।
দলীয় নৃত্যে খুদে নৃত্যশিল্পীরা।
দলীয় নৃত্যে খুদে নৃত্যশিল্পীরা।
কিশোর আলোকে কত ভালোবাসে ও।
কিশোর আলোকে কত ভালোবাসে ও।