জেলহত্যা দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা

জাতীয় চার নেতার স্মরণে জেলা আওয়ামী লীগের উদ্যোগে লক্ষ্মীপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে শোক র‌্যালিতে অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
জাতীয় চার নেতার স্মরণে জেলা আওয়ামী লীগের উদ্যোগে লক্ষ্মীপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে শোক র‌্যালিতে অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

লক্ষ্মীপুরে জেলহত্যা দিবসে আলোচনা সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে বালিকা বিদ্যানিকেতন মাঠ প্রাঙ্গণে জাতীয় চার নেতার স্মরণে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। আলোচনা সভা শেষে একটি শোক র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ। বক্তারা বলেন, জেলহত্যা বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধীরা নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যা করে।

আলোচনা সভা ও র‍্যালিতে জেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।