আ.লীগকে লড়াই মোকাবিলা করতে হবে: মান্না

মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ যদি মনে করে গতবারের মতো নির্বাচন করে পার পেয়ে যাবে, তবে মনে রাখতে হবে এবার কোনো পথ পাবে না। এবার আওয়ামী লীগকে সবখানে লড়াইয়ের মোকাবিলা করতে হবে।

আজ রোববার ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের গুম, খুনের ইতিহাস সবচেয়ে বেশি। তিনি বলেন, ‘এসব পথ বাদ দিয়ে একটি সুন্দর পথে আসুন। আমরা যদি আলোচনায় সমস্যার সমাধান করতে পারি, তাহলে আন্দোলনে যাওয়া লাগবে না। কিন্তু আলোচনা হবে না বলে ছলচাতুরী করে ক্ষমতায় টিকে থাকবেন, তা হবে না।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েছে। পরশুর সমাবেশে ঐক্যফ্রন্ট আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শুনে রাখুন, ৬ তারিখের জনসভায় আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। কিন্তু আন্দোলন মানে সহিংসতা না, ভাঙচুর না। কিছুই করিনি তাতেই তাদের (সরকার) যে অবস্থা, কিছু করলে কী হবে? সন্ত্রাস কাকে বলে, তা আপনারা করছেন।’

ঐক্যফ্রন্ট নেতা মান্না আরও বলেন, সরকারের সময় শেষ। বিগত ভোটের এক বছরের মধ্যে আওয়ামী লীগের চলে যাওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী পাঁচ বছর থেকেছেন। প্রধানমন্ত্রীর এখন চলে যাওয়া উচিত। চলে যাওয়ার আগে তিনি একটি নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা করে যেতে পারেন, যেখানে কোনো কর্মকর্তা নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের কাছে মামলার লিস্ট চেয়েছেন। লিস্টটা দেওয়ার পর আবার সংলাপে গিয়ে জিজ্ঞেস করব, লিস্ট কি পেয়েছেন? যদি ২৪ ঘণ্টার মধ্যে না পেয়ে থাকেন, তবে বলব আপনারা শুধু প্রতারণাই করতে জানেন, আর কিছু জানেন না।’ তিনি বলেন, তা না হলে কারা কারা চা খেল, বিস্কুট খেল, কাবাব খেল সেই ছবি ফেসবুকে যায় কী করে? রুদ্ধদ্বার বৈঠক, তাও কোথায়? দেশের সর্বোচ্চ ক্ষমতার প্রধানমন্ত্রী যেখানে বাস করেন সে জায়গা থেকে ছবি কী করে বাইরে চলে গেল? ডিজিটাল সিকিউরিটি দেখান? আপনার ঘরের মধ্যে ডিজিটাল সিকিউরিটি নেই।’