গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সাইফুল ইসলাম ওরফে রুবেল (২৫) মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী সাজেনা আখতার (১৮) আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রথম আলোকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ভোরের দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত দম্পতি দগ্ধ হন। পরে তাঁদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সাইফুলের ভাই একলাস হোসেন জানান, নবীনগর হাউজিংয়ে ১৩ নম্বর রোডের একটি টিনশেড ঘরে বসবাস করে আসছিলেন সাইফুল ও তাঁর স্ত্রী সাজেনা আখতার। গরুর খামারে ব্যবস্থাপনার কাজ করতেন সাইফুল। তাঁদের গ্রামের বাড়ি ভোলার লালমোহনের বদরপুর গ্রামে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে শব্দ শুনে ও ধোঁয়া দেখে সবাই দৌড়ে আসেন। দরজা ভেঙে ভেতর থেকে দুজনকে উদ্ধার করা হয়। পরে তাঁদের বার্ন ইউনিটে নেওয়া হয়।