আলোয় ভরা কার্তিক ব্রত

>কেউ বলেন ‘কার্তিক ব্রত’। কোথাও এ উৎসবের নাম ‘রাখের উপবাস’। অনেকে ‘গোসাইর উপবাস’ ও ‘ঘৃত প্রদীপ প্রজ্বালন’ উৎসব নামেও জানেন। বলা হয়ে থাকে বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন। উৎসবের অন্যতম বড় কেন্দ্র নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। এখানে প্রতিবছর ঘটা করে এ উৎসব পালিত হয়। দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে জড়ো হন এবং প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনায় অংশ নেন। পুরো আশ্রম প্রাঙ্গণ আলো আর ধূপের ধোঁয়ায় ভরে যায়। ছবিগুলো মঙ্গলবার সন্ধ্যার।
আলো, অন্ধকার ও ধূপের ধোঁয়া মিলেমিশে ভিন্ন এক পরিবেশের সৃষ্টি হয়েছে
আলো, অন্ধকার ও ধূপের ধোঁয়া মিলেমিশে ভিন্ন এক পরিবেশের সৃষ্টি হয়েছে
আশ্রম প্রাঙ্গণে প্রার্থনায় মগ্ন তাঁরা
আশ্রম প্রাঙ্গণে প্রার্থনায় মগ্ন তাঁরা
উৎসবকে কেন্দ্র করে আশ্রমটি মিলনমেলায় পরিণত হয়
উৎসবকে কেন্দ্র করে আশ্রমটি মিলনমেলায় পরিণত হয়
সন্তানকে নিয়ে প্রার্থনায় এক মা
সন্তানকে নিয়ে প্রার্থনায় এক মা
আশ্রম প্রাঙ্গণে ধ্যান করছেন তাঁরা
আশ্রম প্রাঙ্গণে ধ্যান করছেন তাঁরা
এতদিকে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে প্রার্থনা চলে, অন্যদিকে প্রার্থনাসংগীত
এতদিকে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে প্রার্থনা চলে, অন্যদিকে প্রার্থনাসংগীত
যাদের জন্য প্রার্থনা করা হয় তাদের একেকজনের নামে একেকটি প্রদীপ প্রজ্বালন করা হয়
যাদের জন্য প্রার্থনা করা হয় তাদের একেকজনের নামে একেকটি প্রদীপ প্রজ্বালন করা হয়
প্রার্থনারত এক পুণ্যার্থী
প্রার্থনারত এক পুণ্যার্থী