জঙ্গি অর্থায়নের অভিযোগে ৮ এনজিওকর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এই ইউনিটের উপকমিশনার মহিবুল ইসলাম বলেন, গতকাল রাতে মিরপুরে অভিযান চালিয়ে ‘স্মল কাইন্ডনেস বাংলাদেশ’ নামের একটি উন্নয়ন সংস্থার (এনজিও) আটজন কর্মীকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম অঞ্চলে জঙ্গি তৎপরতা জোরদারের উদ্দেশ্য ছিল তাঁদের।

মহিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকাংশই একসময় জামায়াত ও ইসলামি ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিলেন। এঁরা সবাই বাংলাদেশি। পাকিস্তানসহ কয়েকটি দেশ থেকে অর্থ সংগ্রহ করতেন তাঁরা। ওই অর্থ জঙ্গি কর্মকাণ্ডে ব্যয় করতেন।

এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।