রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরে গতকাল শুক্রবার দুর্বৃত্তের গুলিতে মকবুল্যা চাকমা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাবেক সদস্য মকবুল্যা চাকমাকে কয়েকজন দুর্বৃত্ত নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের দিকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর একটি গুলির শব্দ শোনা যায়। এরপর স্থানীয় লোকজন মকবুল্যাকে আহত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, মকবুল্যাকে পেছন থেকে একটি গুলি করা হয়েছে। এতে তিনি নিহত হন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মংক্যচিং সাগর জানান, রাত নয়টার দিকে নানিয়ারচর থানা পুলিশ মকবুল্যা চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে।
রাত সোয়া নয়টার দিকে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আকাই প্রু মারমা বলেন, মকবুল্যা চাকমা অন্তত আধা ঘণ্টা আগে মারা গেছেন।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।