আদাবরে আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের মনোনয়নপত্র সংগ্রহ করাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে। 

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের মোহাম্মদপুর বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর এলাকার সুনিবিড় হাউজিংয়ের সামনের সড়কে আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে। ওই এলাকা দিয়ে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাদেক খান ধানমন্ডি কার্যালয়ের দিকে গাড়িবহর নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছিলেন। এ সময় বর্তমান সাংসদ জাহাঙ্গীর কবির নানকের সমর্থকেরা ওই গাড়িবহরে বাধা দেন। তখন উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করা হয়।


ওই পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। পরে মিটমাট হয়ে গেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ বলেন, ‘মিছিল যাওয়া নিয়ে প্রথমে জুনিয়র গ্রুপের মধ্যে কথা-কথাকাটি থেকে একপর্যায়ে দৌড়াদৌড়ির ঘটনা ঘটে। বড় কিছু ঘটেনি। এ ব্যাপারে আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ গ্রুপিংয়ের কথা বলেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কোনো মামলা বা আটকের ঘটনা ঘটেনি।’