ফেনীতে মনোনয়ন চান যাঁরা

জাফর ইমাম (আ.লীগ), খায়রুল বাশার মজুমদার (আ.লীগ), শেখ আবদুল্লাহ (আ.লীগ), শিরিন আখতার (জাসদ)
জাফর ইমাম (আ.লীগ), খায়রুল বাশার মজুমদার (আ.লীগ), শেখ আবদুল্লাহ (আ.লীগ), শিরিন আখতার (জাসদ)

ফেনী-১ আসনটি ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত। এ আসনের বর্তমান সাংসদ জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার। তিনি নির্বাচনী তৎপরতা শুরু করেছেন।

এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে আগ্রহী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের ২০০৮ সালের প্রার্থী লে. কর্নেল (অব.) জাফর ইমাম, ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনীত (পরে প্রত্যাহার) খায়রুল বাশার মজুমদার, ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবদুল্লাহ, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহম্মদ চৌধুরীর কথা দলীয় ভাবে বলা হলেও তিনি নিজে প্রার্থী হওয়ার কথা এখনো বলেননি।

এ আসন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত হলেও তিনি নির্বাচন করতে পারবেন কিনা তা অনিশ্চিত। সে ক্ষেত্রে তাঁর পরিবারের কোনো সদস্য সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন। এ আসনে অন্য কোনো দলের প্রার্থীর তৎপরতা নেই।

রফিকুল আলম (বিএনপি), একেএম শাহেদ রেজা (আ.লীগ), জয়নাল আবেদিন (বিএনপি), নিজাম উদ্দিন হাজারী (আ.লীগ), ইকবাল সোবহান চৌধুরী (আ.লীগ), গাজী হাবীবুল্লাহ (বিএনপি), রেহানা আক্তার রানু (বিএনপি)
রফিকুল আলম (বিএনপি), একেএম শাহেদ রেজা (আ.লীগ), জয়নাল আবেদিন (বিএনপি), নিজাম উদ্দিন হাজারী (আ.লীগ), ইকবাল সোবহান চৌধুরী (আ.লীগ), গাজী হাবীবুল্লাহ (বিএনপি), রেহানা আক্তার রানু (বিএনপি)

ফেনী-২ আসনটি ফেনী সদর উপজেলা নিয়ে গঠিত। এ আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে আগ্রহী রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান একেএম শাহেদ রেজা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুদ্দিন নাছির, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এম আজহারুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক উপকমিটির সহসম্পাদক কাজী ওয়ালি উদ্দিন।

এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে আগ্রহী সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন (ভিপি জয়নাল), সাবেক নারী সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি রফিকুল আলম, জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি গাজী হাবীবুল্লাহ মানিক। নাম শোনা যাচ্ছে জেলা জামায়াতে ইসলামীর (নিবন্ধন বাতিল) সাবেক আমীর লিয়াকত আলী ভূঞা ও জেলা জাতীয় পার্টির সদস্যসচিব নজরুল ইসলামের।

সোলাইমান ভূঁঞা (বিএপি), আবদুল আউয়াল মিন্টু (বিএনপি), আবুল বাশার (আ.লীগ), রহিম উল্যাহ (আ.লীগ), মাসুদ উদ্দিন চৌধুরী (আ.লীগ), নিজাম চৌধুরী (আ.লীগ), জহির উদ্দিন মাহমুদ (আ.লীগ), সাহানা আক্তার (বিএনপি)
সোলাইমান ভূঁঞা (বিএপি), আবদুল আউয়াল মিন্টু (বিএনপি), আবুল বাশার (আ.লীগ), রহিম উল্যাহ (আ.লীগ), মাসুদ উদ্দিন চৌধুরী (আ.লীগ), নিজাম চৌধুরী (আ.লীগ), জহির উদ্দিন মাহমুদ (আ.লীগ), সাহানা আক্তার (বিএনপি)

ফেনী-৩ আসন সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বর্তমান স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ। তিনি এবার আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে আগ্রহী রয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল বাশার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক জহির উদ্দিন মাহমুদ, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিনেত্রী রোকেয়া প্রাচী, শহীদ শহীদুল্লাহ কায়সারের কন্যা ও অভিনেত্রী শমী কায়সার।

বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সাবেক সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাহানা আক্তার, শিল্পপতি ও ব্যবসায়ী মাবরুর হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও সোনাগাজী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সোলাইমান ভূঁঞা, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। জাসদের (রব) কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মাহমুদ স্বপন।