জাসদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে । শনিবার বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেন। 

পরে দলীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১, কার্যকরী সভাপতি রবিউল আলম যশোর-৩, রেজাউল করিম তানসেন বগুড়া-৪, সহসভাপতি শাহ জিকরুল আহমেদ ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন। দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন নির্বাচনী এলাকার জন্য ১৪১টি দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়। রবি ও সোমবার দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলবে। জাসদের পার্লামেন্টারি বোর্ড ১৫ নভেম্বর জাসদ মনোনীত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।