সিইসিকে ধন্যবাদ বি. চৌধুরীর

বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ফাইল ছবি
বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ধন্যবাদ জানিয়েছেন বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

আজ সোমবার দুপুরের দিকে সিইসি কে এম নুরুল হুদা জানান, কয়েকটি রাজনৈতিক দল ও জোটের দাবির পরিপ্রেক্ষিতে ভোট গ্রহণের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৮ নভেম্বর। তফসিলের অন্যান্য তারিখ পরে জানানো হবে।

৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছিল। এ ছাড়া মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর।

সিইসির ঘোষণার পর আজ দুপুরের দিকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সিইসি কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনারদের ধন্যবাদ জানান বি. চৌধুরী।

বিবৃতিতে বি. চৌধুরী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার আমাদের প্রস্তাব গ্রহণ করায় আমরা খুশি হয়েছি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পেছাতে যুক্তফ্রন্ট নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছিল। গতকাল রোববার সিইসি বরাবর এই চিঠি দেন বদরুদ্দোজা চৌধুরী। তিনি ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করার দাবি জানিয়েছিলেন।

জাতীয় ঐক্যফ্রন্টও ইসিকে চিঠি দিয়ে ভোট পেছানোর দাবি জানায়। ঐক্যফ্রন্ট গতকাল রোববার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তফসিল এক মাস পেছানোর দাবি জানায়। এ ছাড়া পুনঃ তফসিলের দাবি জানায় বাম গণতান্ত্রিক জোটও।