ঢাকায় কুকুর খেতে গিয়ে ধরা দুই চীনা

ফাইল ছবি
ফাইল ছবি

অন্য দশটা কুকুরের মতো নয়, বেশ নজরকাড়া। তাই পছন্দ হয়েছিল দুই চীনার। তবে লালনপালনের জন্য নয়, খাবার জন্য। বাড়ির সামনে এমন একটি কুকুর দেখে দেরি করেননি তারা। ধরে গলা কেটে ফেলেন কুকুরটির। এর পর কুকুর ধুয়েমুছে মাংস বের করার আয়োজন। এমন সময় আশপাশের লোকজন এ দৃশ্য দেখে ফেলেন। তাদের কাছ থেকে কুকুরের মালিক ঘটনাটি জানতে পারেন। এর পর থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে রাজধানীর পিংক সিটি আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। খিলক্ষেত থানা-পুলিশ সদস্যরা এসে অভিযুক্ত দুই চীনাকে নিয়ে যান। এরা হলেন হো চিমিং ও লিয়ান। এরা ভিডিও গেমস সফটওয়্যারের কাজ করতেন। পিংক সিটির একটি বাসায় তারা ভাড়া থাকতেন।

খিলক্ষেত থানার উপপরিদর্শক মাসুদুর রহমান প্রথম আলোকে, কুকুরটির মালিক অভিনেতা প্রাণ রায়। তাঁর পোষা কুকুরটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কুকুর কাটার খরব পেয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। এর পর দুই চীনাকে থানায় আনা হয়েছে। খবর পেয়ে চীনা দূতাবাসের কর্মকর্তারা থানায় এসেছেন।