তরুণদের সঙ্গে 'লেটস টকে' প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ নভেম্বর তাঁর সরকারি বাসভবন গণভবনে তরুণদের সঙ্গে ‘লেটস টক’ শীর্ষক এক পারস্পরিক আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ নভেম্বর তাঁর সরকারি বাসভবন গণভবনে তরুণদের সঙ্গে ‘লেটস টক’ শীর্ষক এক পারস্পরিক আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ নভেম্বর তাঁর সরকারি বাসভবন গণভবনে তরুণদের সঙ্গে ‘লেটস টক’ শীর্ষক এক পারস্পরিক আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন।

উদ্যোক্তা, পেশাজীবী, চাকরিজীবী, ছাত্রছাত্রী, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মীসহ সারা দেশ থেকে মনোনীত হয়ে আসা ১৫০ জন তরুণ-তরুণী এদিন বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ হিসেবে দেশকে গড়ে তুলতে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার বিষয় নিয়ে তরুণদের সঙ্গে আলোচনা করবেন।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী তরুণদের সঙ্গে এ ধরনের আয়োজনে যোগদান করবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা শাখা ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কয়েকটি টেলিভিশন চ্যানেল এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
সিআরআই-এর জ্যেষ্ঠ বিশ্লেষক এবং সমন্বয়কারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তিনি সব সময় তরুণদের কথা শুনতে চেষ্টা করেন ও তাঁদের মতামতকে গুরুত্ব দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রশ্ন নেবেন এবং তাঁদের জিজ্ঞাসার জবাব দেবেন।

নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘সিআরআই’ নিয়মিতভাবে তরুণদের জন্য ‘লেটস টক’ অনুষ্ঠান আয়োজন করে থাকে।
ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলেন, অনুষ্ঠানটি নতুন প্রজন্মের চিন্তাভাবনা ও সমস্যার কথা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরার জন্য একটি ‘প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সিআরআই আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানের কয়েকটি পর্বে অংশগ্রহণ করেছেন।