চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়নদৌড়ে যাঁরা

নেজামুদ্দিন নদভী (আ.লীগ), আমিনুল ইসলাম (আ.লীগ), শেখ মোহাম্মদ মহিউদ্দিন (বিএনপি), মুজিবুর রহমান (বিএনপি)
নেজামুদ্দিন নদভী (আ.লীগ), আমিনুল ইসলাম (আ.লীগ), শেখ মোহাম্মদ মহিউদ্দিন (বিএনপি), মুজিবুর রহমান (বিএনপি)

চট্টগ্রাম-১৫ আসনে বর্তমান সাংসদ সরকারি দল আওয়ামী লীগের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান।


বিএনপিতে চারজন প্রার্থী দলের মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন। তাঁরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিন ও যুগ্ম সম্পাদক আবদুল গাফ্ফার চৌধুরী।

সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলামকে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে স্থানীয় জামায়াত