লালমনিরহাটে জমি নিয়ে বিরোধে নিহত ২

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা দুজন নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন গোলাম রব্বানী (৪৫) ও আবদুল জলিল (৫০)। জলিলের মামাতো ভাই গোলাম রব্বানী। নিহত রব্বানী আবদুল গফুর ও নিহত জলিল জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহত রব্বানীর ছেলে জাহেদুল ইসলাম ও তাঁর চাচা শহীদার রহমান আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল জলিলের সঙ্গে একই গ্রামের আবদুল খালেকের জমিজমা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। বিবদমান জমিতে গতকাল সোমবার একটি টিনের ঘর তোলেন জলিল। আজ সকালে ওই জমিতে গেলে আবদুল খালেকের লোকজন তাঁর ওপর হামলা চালান।

স্থানীয় মুন্সিপাড়া বাইতুল মামুর মসজিদের ইমাম রমজান আলী বলেন, গোলাম রব্বানী, জলিল, শহীদার ও জাহিদুল সকালে ওই জমিতে যান। জমি নিয়ে বিরোধের মীমাংসার কথা বলা হলেও খালেকের লোকজন অস্ত্র দিয়ে অপর পক্ষের ওপর হামলা চালান। প্রথমেই জলিলকে রামদা দিয়ে কোপ দেন তাঁরা।

এ ঘটনায় খালেকের পক্ষের লোকজন সবাই পালিয়ে গেছেন। তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

ওসি মাসুদ রানা বলেন, সুরতহাল শেষে লাশ দুটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।