রাজনীতিকদেরও অবসরে যাওয়ার দরকার: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনীতিকদেরও অবসরে যাওয়ার দরকার আছে। আর তিনি রীতিটি চালু করতে যাচ্ছেন। সচিবালয়ে আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ফি হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

দেশের ১০ বছরের অর্জন সম্পর্কে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এখন একটা খুব ভালো রাজনৈতিক পরিস্থিতিতে আছি। আগামী নির্বাচনে সবাই অংশ নিচ্ছে। একটা যে দুঃখ থাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলাম, এটা কিন্তু আনন্দিত হওয়ার মতো বিষয় নয়। এটা একটা দুঃখিত হওয়ার মতো বিষয়।’

দুইবারের ধারাবাহিকতায় এবারও আওয়ামী লীগের মনোনয়ন ফরম তোলেন অর্থমন্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফরম তুললেও এবার নির্বাচন করছেন না তিনি। আর ফরম জমা দিয়েছেন ‘ডামি’ প্রার্থী হিসেবে।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমি যা করছি, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই করছি। আমাদের দেশে মুশকিল যেটা হয়, কেউ পদত্যাগ করতে চান না। অবসরে যাওয়ার রীতিটা আমি চালু করতে চাই। সব পেশার মতো রাজনীতিকদেরও অবসরে যাওয়ার দরকার আছে।’

অর্থমন্ত্রী যে আসন থেকে নির্বাচন করে আসছিলেন, সেই আসনে তাহলে আওয়ামী লীগের প্রার্থী কেন হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘আমার আসন থেকে এবার মনে হচ্ছে আমার ভাই দাঁড়াবেন। এখনো অবশ্য মনোনয়ন পাননি।’

আওয়ামী লীগ আগামী নির্বাচনের পর ক্ষমতায় এলে সরকারে থাকবেন কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তাঁর অবসরে যাওয়া জরুরি। তবে আওয়ামী লীগের সঙ্গে থাকবেন।

মুহিত বলেন, ‘এখনো আমার চেয়ে বয়সে বড়রা রাজনীতিতে আছেন এবং থাকতে চান। এরশাদ (জাতীয় পার্টির চেয়ারম্যান) আমার চেয়ে বড়, বদরুদ্দোজা চৌধুরীও বড়। তাঁরা এবার শেষ সুযোগটি নিচ্ছেন। আমার আর কোনো ইচ্ছাটিচ্ছা নাই। ৮৫ বছর বয়স হয়েছে, যথেষ্ট।’

সিলেট সদরের সিলেট-১ আসন থেকে ১০ বছর ধরে সংসদ সদস্য পদে আছেন আবুল মাল আবদুল মুহিত। দুই মেয়াদের পুরো সময়েই তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।