তেজগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় মালবাহী একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। 

মালবাহী ট্রেনর বগি বুধবার ভোরে লাইনচ্যুত হয়। ছবি: দীপু মালাকার
মালবাহী ট্রেনর বগি বুধবার ভোরে লাইনচ্যুত হয়। ছবি: দীপু মালাকার

তেজগাঁও রেলগেটের গেটম্যান মো. রেজাউল প্রথম আলোকে বলেন, মালবাহী ট্রেনটি রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে চট্টগ্রাম যাচ্ছিল। ভোররাত সোয়া চারটার দিকে ট্রেনটির ইঞ্জিনের পরের একটি বগি লাইনচ্যুত হয়। এ ছাড়া আরও তিনটি বগির চাকা রেললাইনের বাইরে চলে যায়।

মালবাহী ট্রেনটি কমলাপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ছবি: দীপু মালাকার
মালবাহী ট্রেনটি কমলাপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ছবি: দীপু মালাকার

বগি লাইনচ্যুত হওয়ার পর অন্য লাইন দিয়ে সীমিত আকারে ট্রেন চলাচল করছে বলে জানান মো. রেজাউল।

ঢাকার রেলথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক সকাল সোয়া ১০টার দিকে প্রথম আলোকে বলেন, চারটি বগি লাইনচ্যুত হয়। ইতিমধ্যে দুটি বগি ঠিক করা হয়েছে। বাকি দুটি বগি তোলার কাজ চলছে।