বকুলতলায় নবান্ন উৎসব

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগান নিয়ে রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনের ‘নবান্ন উৎসব ১৪২৫’। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এ উৎসবের আয়োজন করেছে জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদ। গান, নৃত্য, আবৃত্তি, কথন, শিশুদের চিত্রাঙ্কন, পটগান, সঙযাত্রা, লাঠিখেলা, পালা গানসহ নানা আয়োজন নিয়ে উৎসব শেষ হবে আগামীকাল শুক্রবার। শুক্রবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব চলবে। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সময়টাকে শিশু প্রহর হিসেবে ঘোষণা করা হয়েছে। ছবিগুলো বৃহস্পতিবার বিকেলের।