'তিনি ছিলেন সংস্কারমুক্ত মানুষ'

মোসা. আনোয়ারা বেগম। ছবি: সংগৃহীত
মোসা. আনোয়ারা বেগম। ছবি: সংগৃহীত

মোসা. আনোয়ারা বেগমের স্মরণে আজ শুক্রবার রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমার বড় ছেলে ডা. আজহারুল হক বলেন, ‘আমাদের আগের প্রজন্মের মায়েরা ছিলেন গ্রাম ও শহরের সেতুবন্ধ। আমার আম্মাও অন্য অনেক মায়ের মতোই ছিলেন লেখাপড়ার জন্য শহরে আসা অনেকেরই আশ্রয়। আজকে যে অনেকে লেখাপড়া করে সমাজে জায়গা করে নিয়েছেন, তাঁর পেছনে এই মায়েদের অনেক অবদান আছে।’

মরহুমার সেজ ছেলে এবং সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমার মেয়ে ডা. ফাতেমা বেগম বলেন, ‘আমাদের আম্মা ছিলেন সংস্কারমুক্ত। তিনি ছিলেন ভীষণ শক্ত মনের মানুষ।’ মরহুমার জামাতা ডা. আবদুস সালাম আরিফ বলেন, ‘আমার জীবনে তাঁর মতো দৃঢ় মানসিকতার মানুষ আমি কম দেখেছি।’

মরহুমার ছোট ছেলে আনোয়ারুল হক বলেন, ‘আমাদের আম্মা ছিলেন গরিব-ধনী সবার আশ্রয়। রংপুর শহরে এবং গোবিন্দগঞ্জের গ্রামের মানুষজনের উপকারের জন্য তিনি সব সময় চেষ্টা করেছেন।’ মরহুমার চাচা সিদ্দিক হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের ভাতিজিকে আমরা সব সময় ক্লাসে ফার্স্ট হতে দেখেছি।’

অনুষ্ঠানে মরহুমার নাতি ডা. ওয়াসিফ আদনান, নাতনি ইশরাত ফারিহা, নাতবউ সালমা আহমেদও স্মৃতিচারণা করেন। তাঁরা বলেন, মোসা. আনোয়ারা বেগম সব সময় লেখাপড়াকে সর্বাধিক গুরুত্ব দিতেন। অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এই দোয়া মাহফিলে মরহুমার আত্মীয়স্বজন ছাড়াও সমাজের অনেক গণ‌্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিনা হোসেন, ড. সাখাওয়াত আলী খান, মালেকা খান, ববি আহমেদ, ডা. আজিজুল কাহার, ডা. কায়সার নসরুল্লাহ খান, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনসহ আরও অনেকে।