শ্রীনগরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালি এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি উপজেলার শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে। 

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার বাড়ৈখালি এলাকায় পুলিশের সঙ্গে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম মো. তাজেল (৩৬)। বাড়ি উপজেলার বাঘড়া এলাকায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলীর ভাষ্য, তাজেল শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী ছিলেন। অনেক দিন ধরে তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে শ্রীনগর থানায় হত্যা, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র রাখা, ডাকাতি, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। তাজেল এসব মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তাজেল যশোরের মনিরামপুরে অবস্থান করছেন। মনিরামপুর থানার পুলিশের সহযোগিতায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে তাজেলকে গ্রেপ্তার করা হয়। রাত ১২টার দিকে শ্রীনগর থানায় আনা হয়। থানায় জিজ্ঞাসাবাদে তাজেল তাঁর কাছে লুকিয়ে রাখা অস্ত্রের তথ্য দেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারে পুলিশ উপজেলার মদনখালি উচ্চবিদ্যালয়ের দিকে যাচ্ছিল। রাত ১টার দিকে বাড়ৈখালি এলাকায় পৌঁছালে তাজেলের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় তাজেল পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। প্রায় ১৫ মিনিট দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থলে তাজেলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিনিময়ের সময় পুলিশের একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন সদস্য আহত হন।

ওসি ইউনুচ আলীর বলেন, তাজেলকে গুলিবিদ্ধ অবস্থায় ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে একটি একনলা বন্ধুক, তিনটি গুলি, তিনটি ছোরা ও ১০৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।