ভারতীয় ভিসায় অতিরিক্ত রুট অনুমোদন সেবা চালু

বৈধ ভিসায় অতিরিক্ত রুট অনুমোদনের সব আবেদন ২২ নভেম্বর থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) গ্রহণ করা হবে। এই সেবার জন্য প্রক্রিয়াকরণ ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন এসব কথা জানিয়েছে।

ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ ভিসায় অতিরিক্ত রুট অনুমোদনের সব আবেদন ২২ নভেম্বর থেকে বাংলাদেশের সব কটি আইভিএসি গ্রহণ করা হবে। এই সেবার জন্য প্রক্রিয়াকরণ ফি হিসেবে আইভিএসিকে ৩০০ টাকা পরিশোধ করতে হবে। সব আইভিএসিতে রুট অনুমোদনের আবেদন জমা দেওয়ার জন্য আলাদা কাউন্টার থাকবে। একজন আবেদনকারী বিদ্যমান ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং গেদে/হরিদাসপুর রেল ও সড়কপথ ছাড়াও অতিরিক্ত দুটি রুটের জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় হাইকমিশন ও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে (https://www.hcidhaka.gov.in/pdf/endorsementofportapplicationform.pdfhttp://www.ivacbd.com/Other-Forms) আবেদন ফরম পাওয়া যাবে।