রাজধানী থেকে এখনো সরেনি পোস্টার

>নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারের ব্যানার, বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন সামগ্রী সরিয়ে ফেলার সময় শেষ। কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে এখনো বহাল তবিয়তে আছে নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের পোস্টার। ১৮ নভেম্বরের মধ্যে সব ব্যানার, ফেস্টুন, পোস্টার নিজ নিজ প্রার্থীকে নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল কমিশন। নির্দেশনায় নির্দিষ্ট করে বলা হয়, মার্কেট, সড়ক, যানবাহন, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাঁদের নামে ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেটসহ প্রচারসামগ্রী রয়েছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে। কেননা আচরণ বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণের ২১ দিনের আগে কোনো ধরনের প্রচার–প্রচারণা চালানো যাবে না। কিন্তু অনেকেই এই বিধি ও নির্দেশনা মানেননি। ছবিগুলো বুধবারের।
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক মনোনয়নপ্রত্যাশীর পোস্টারে ছেয়ে গেছে যাত্রীছাউনি।
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক মনোনয়নপ্রত্যাশীর পোস্টারে ছেয়ে গেছে যাত্রীছাউনি।
বিভিন্ন স্থাপনার সৌন্দর্য নষ্ট করছে এসব পোস্টার। কাকরাইল এলাকা।
বিভিন্ন স্থাপনার সৌন্দর্য নষ্ট করছে এসব পোস্টার। কাকরাইল এলাকা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে পোস্টার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে পোস্টার।
দোয়েল চত্বর এলাকার একটি যাত্রীছাউনির চিত্র।
দোয়েল চত্বর এলাকার একটি যাত্রীছাউনির চিত্র।
সদরঘাট টার্মিনালের দেয়ালে মনোনয়নপ্রার্থীদের পোস্টার।
সদরঘাট টার্মিনালের দেয়ালে মনোনয়নপ্রার্থীদের পোস্টার।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার চিত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার চিত্র।
সদরঘাট টার্মিনাল এলাকার পদচারী–সেতুতে এক মনোনয়নপ্রত্যাশীর পোস্টার।
সদরঘাট টার্মিনাল এলাকার পদচারী–সেতুতে এক মনোনয়নপ্রত্যাশীর পোস্টার।