মনোনয়নপত্র নিলেন সাবেক বিচারক ও এক শিল্পপতি

তাজ মোহাম্মদ শেখ ও মাহবুব আলী
তাজ মোহাম্মদ শেখ ও মাহবুব আলী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক জেলা ও দায়রা জজ তাজ মোহাম্মাদ শেখ এবং শিল্পপতি মাহবুব আলী। গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার কাছ থেকে তাঁরা দুজন এই মনোনয়নপত্র উত্তোলন করেন। তাজ মোহাম্মাদ জাতীয় পার্টি ও মাহবুব আলী বিকল্পধারা থেকে নির্বাচন করতে চান।

তাজ মোহাম্মাদ শেখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের মৃত মোকবুল হোসেন শেখের ছেলে। ২০০৯ সালে তিনি গাইবান্ধা জেলা ও দায়রা জজ পদ থেকে অবসর গ্রহণ করেন। তাজ মোহাম্মাদ শেখ বলেন, ‘জনগণের সেবার লক্ষ্যে সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কিনেছি। তবে জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করব।’

শিল্পপতি মাহবুব আলী গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া গ্রামের নওশের আলীর ছেলে। মাহবুব আলী বলেন, ‘এলাকাবাসীকে সেবা করার জন্য দলের সিদ্ধান্তে যুক্তফ্রন্ট থেকে নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছি।’

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ বলেন, এর আগে আবদুল রউফ মণ্ডল নামের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।