২০-দলীয় জোটের প্রার্থী নিয়ে জামায়াত-বিএনপির দ্বৈরথ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (জেলা সদর) আসনে ২০–দলীয় জোটের প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনাকল্পনা। বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলের মনোনয়নপ্রত্যাশীরা এ আসনে ২০–দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক বলেন, ‘নীলফামারী-২ (সদর) আসনে ২০–দলীয় জোটের প্রার্থী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আমাদের দাবি, বিএনপির যেকোনো প্রার্থীকে এ আসনে মনোনয়ন দেওয়া হোক।’ এর কারণ সম্পর্কে তিনি বলেন, ‘২০০১ সালে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে এ আসনে জামায়াতের তৎকালীন জেলা আমির আবদুল লতিফ নির্বাচন করেন এবং ২০০৮ সালের নির্বাচনে ২০–দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের মনিরুজ্জামান মন্টু নির্বাচন করেন। দুবারই তাঁরা পরাজিত হন। এ কারণে আমরা চাই এবার বিএনপির প্রার্থী দিয়ে পরীক্ষা করা হোক।’

এ বিষয়ে জেলা জামায়াতের নায়েবে আমির মনিরুজ্জামান মন্টু বলেন, ‘২০–দলীয় জোটে এ আসনে আমিই প্রার্থী হব।’ ২০–দলীয় জোটে এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি, তারপরও আপনি কীভাবে নিশ্চিত হলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আমি নিশ্চিত হয়েছি।’ নির্বাচন কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, আমরা প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করতে চাই। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, দিন দিন অবস্থার উন্নতি হচ্ছে।’