আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দল মনোনীত প্রার্থীদের গতকাল রোববার চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করবে দলটি। জোটের শরিকদের জন্য ৬৫ থেকে ৭০টি আসন রাখার কথা জানিয়েছে আওয়ামী লীগ। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই–বাছাই করে ৩০০ আসনের মধ্যে প্রথম আলো মোট ২৪৭টি আসনে মনোনয়নের চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। অবশ্য দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই তালিকায়ও কিছু পরিবর্তন আসতে পারে।

রংপুর বিভাগ
পঞ্চগড়-১: মো. মাজহারুল হক প্রধান, পঞ্চগড়-২: মো. নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১: রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২: মো. দবিরুল ইসলাম, দিনাজপুর-১: মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২: খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩: ইকবালুর রহিম, দিনাজপুর-৪: আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫: মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬: শিবলী সাদিক, নীলফামারী-১: আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-২: আসাদুজ্জামান নূর, লালমনিরহাট-১: মো. মোতাহার হোসেন, লালমনিরহাট-২: নুরুজ্জামান আহমেদ, রংপুর-২: আহসানুল হক চৌধুরী, রংপুর-৪: টিপু মুনশি, রংপুর-৫: এইচ এন আশিকুর রহমান, রংপুর-৬: শেখ হাসিনা, গাইবান্ধা-২: মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩: মো. ইউনুস আলী সরকার, গাইবান্ধা-৪: মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা-৫: ফজলে রাব্বী মিয়া।

রাজশাহী বিভাগ
বগুড়া-১: আবদুল মান্নান, বগুড়া-৫: মো. হাবিবুর রহমান, জয়পুরহাট-১: শামসুল আলম দুদু, জয়পুরহাট-২: আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নওগাঁ-১: সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২: শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩: সলিমুদ্দীন তরফদার, নওগাঁ-৪: ইমাজউদ্দিন প্রামাণিক, নওগাঁ-৫: নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৬: মো. ইসরাফিল আলম, রাজশাহী-১: ওমর ফারুক চোধুরী, রাজশাহী-৩: আয়েন উদ্দিন, রাজশাহী-৪: এনামুল হক, রাজশাহী-৫: মনসুর রহমান, রাজশাহী-৬: মো. শাহ্‌রিয়ার আলম, নাটোর-১: শহিদুল ইসলাম, নাটোর-২: শফিকুল ইসলাম, নাটোর-৩: জুনাইদ আহ্‌মেদ পলক, নাটোর-৪: আবদুল কুদ্দুস, পাবনা-১: মো শামসুল হক টুকু, পাবনা-২: আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩: মকবুল হোসেন, পাবনা-৪: শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫: গোলাম ফারুক খন্দকার প্রিন্স, সিরাজগঞ্জ-১: মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২: মো. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৩: ডা. আবদুল আজিজ, সিরাজগঞ্জ-৪: তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫: আবদুল মজিদ মণ্ডল, সিরাজগঞ্জ-৬: হাসিবুর রহমান খান স্বপন, চাঁপাইনবাবগঞ্জ-১: সামিল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ-২: মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩: আবদুল ওদুদ।

খুলনা বিভাগ
মেহেরপুর-১: ফরহাদ হোসেন, মেহেরপুর-২: মোহাম্মদ শহিদুজ্জামান, কুষ্টিয়া-১: আকম সারোয়ার জাহান, কুষ্টিয়া-৩: মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-৪: সেলিম আলতাফ জর্জ, চুয়াডাঙ্গা-১: সোলায়মান হক জোয়ার্দার সেলুন, চুয়াডাঙ্গা-২: আলী আসগর টগর, ঝিনাইদহ-১: মো. আবদুল হাই, ঝিনাইদহ-২: তাহজীব আলম সিদ্দিকী, ঝিনাইদহ-৩: মো. শফিকুল আজম খান, ঝিনাইদহ-৪: আনোয়ারুল আজীম আনার, যশোর-১: শেখ আফিল উদ্দিন, যশোর-২: মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, যশোর-৩: কাজী নাবিল আহম্মেদ, যশোর-৪: রনজিত কুমার রায়, যশোর-৫: স্বপন ভট্টাচার্য, যশোর-৬: ইসমাত আরা সাদেক, মাগুরা-১: সাইফুজ্জামান শিখর, মাগুরা-২: বীরেন শিকদার, নড়াইল-২: মাশরাফি বিন মর্তুজা। বাগেরহাট-১: শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২: শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩: হাবিবুন নাহার, বাগেরহাট-৪: মোজাম্মেল হোসেন, খুলনা-১: পঞ্চানন বিশ্বাস, খুলনা-২: শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩: বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৪: আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫: নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৬: আকতারুজ্জামান বাবু, সাতক্ষীরা-২: মীর মোশতাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩: আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা ৪: এস এম জগলুল হায়দার।