মাদারীপুরে পিকআপ ভ্যান খাদে, নিহত ২

মাদারীপুরের রাজৈর উপজেলায় চারা গাছবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: অজয় কুণ্ডু
মাদারীপুরের রাজৈর উপজেলায় চারা গাছবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: অজয় কুণ্ডু

মাদারীপুরের রাজৈর উপজেলায় চারা গাছবোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বৌলগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কেএ দুর্ঘটনা ঘটে।। এ সময় গুরুতর আহত হন দুজন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত দুজন হলেন ফেনীর দাগনভূঞার মোহাম্মদ আলী (৩৫)। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন। অপরজন চারা গাছের মালিক পিরোজপুরের নেসারাবাদ এলাকার খোকন ব্যাপারী (৩৪)।

আহত ব্যক্তিরা হলেন পিরোজপুরের নেসারাবাদ এলাকার আবদুল মালেক (৫৫) ও ফেনীর দাগনভূঞা এলাকার হৃদয় (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে বরিশাল থেকে চারা গাছবোঝাই একটি পিকআপ ভ্যান মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে এটি যাচ্ছিল। সকাল সাতটার দিকে ভ্যানটি রাজৈরের বৌলগ্রাম এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপ ভ্যানটি বাঁ পাশের একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে চালকসহ দুজন নিহত হন।

পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হন। ছবি: অজয় কুণ্ডু
পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হন। ছবি: অজয় কুণ্ডু

রাজৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গোলক চন্দ্র বাড়ৈ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে পিকআপ ভ্যান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ বলেন, এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।