দুই নেতা উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের চিঠি পাওয়ার পর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছাড়লেন দুই নেতা।

তাঁরা হলেন জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক। তাঁরা গতকাল মঙ্গলবার নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।

জয়পুরহাট–১ আসনে (সদর ও পাঁচবিবি) জেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীমকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠি পাওয়ার পর ফজলুর রহমান গতকাল বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের মাধ্যমে পদত্যাগের আবেদন জমা দেন।

জানতে চাইলে ফজলুর রহমান বলেন, আইনি ঝামেলা এড়াতে তিনি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছেড়েছেন। তাঁর পদত্যাগপত্র জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন গ্রহণ করেছেন। জেলা প্রশাসক সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবেন।

এদিকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছাড়লেন আয়নুল হক। গতকাল দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

উপজেলা যুবদলের সভাপতি আয়নুল হক ছাড়াও এ আসনে তিনবারের সাংসদ জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদারকেও দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি।

আয়নুলের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি ইউএনও মো. শামীমুর রহমান নিশ্চিত করেছেন।