ছয়টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে গতকাল মঙ্গলবার পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিকল্পধারা, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিকল্পধারার মো. ওমর ফারুক, ইসলামী আন্দোলনের এ কে এম এরফান খান, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে ইসলামী আন্দোলনের খলিলুর রহমান, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির কাজী মাজহারুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. নুর উদ্দিন ও স্বতন্ত্র আফতাব উদ্দিন, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে ইসলামী আন্দোলনের আবদুল হান্নান ও খেলাফত মজলিসের আবদুল আলী এবং নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে আওয়ামী লীগের ওবায়দুল কাদের, বিএনপির মওদুদ আহমদ ও হাসনা জসিম উদ্দীন মওদুদ, ইসলামী আন্দোলনের আবু নাছের, বাসদের সিরাজ উল্যাহ। তবে নোয়াখালী-৬ আসনে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।