সাভারে দলীয় প্রার্থী বদলের দাবিতে জাপার বিক্ষোভ

সাভারে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মানববন্ধন।  ছবি: প্রথম আলো
সাভারে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মানববন্ধন। ছবি: প্রথম আলো

ঢাকা-১৯ আসনে (সাভার) জাতীয় পার্টির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

এই আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাহাদুর ইসলাম ও আবুল কালাম আজাদ। দল থেকে মনোনয়ন দেওয়া হয় আবুল কালমকে। তিনি গতকাল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দলীয় নেতা-কর্মীরা বলেন, আবুল কালমকে মনোনয়ন দেওয়ায় সাভার থানা ও পৌর জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর জের ধরে গতকাল মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে আবুল কালামকে সাভারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তাঁর মনোনয়ন বাতিল করে বাহাদুর ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

পৌর জাতীয় পার্টির সভাপতি কাজী আবদুল হামিদ বলেন, ‘এই আসনে জাতীয় পার্টির যোগ্য প্রার্থী বাহাদুর ইসলাম। তাঁকে মনোনয়ন না দিয়ে দেওয়া হয়েছে আবুল কালামকে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে।’

সাভার থানা জাতীয় পার্টির সভাপতি খন্দকার রেজোয়ান আলী বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের মতামত ছাড়া আবুল কালামকে মনোনয়ন দিয়ে আমাদের হতাশ করা হয়েছে। জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করলে কোনো নেতা-কর্মী তাঁর হয়ে কাজ করবেন না।’

বাহাদুর ইসলাম বলেন, ‘জাতীয় পার্টি জোটগতভাবে সংসদ নির্বাচনে অংশ নিলে ঢাকা জেলার অন্তত একটি আসনে তথা ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) বর্তমান সাংসদ সালমা ইসলামকে মনোনয়ন দিতে হবে। আর এককভাবে নির্বাচন করলে ঢাকা-১৯ থেকে আমাকে মনোনয়ন দিতে হবে। অন্যথায় দলের স্থানীয় নেতা-কর্মীরা গণহারে পদত্যাগ করতে বাধ্য হবেন।’

আবুল কালাম বলেন, যাঁরা তাঁর মনোনয়নের বিরোধিতা করছেন, তাঁরা তা নিজেদের স্বার্থেই করছেন।