বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন

গিয়াস উদ্দিন
গিয়াস উদ্দিন

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার গিয়াস উদ্দিনের অনুসারী নেতা-কর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রাব্বী মিয়ার কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিএনপির মনোনয়ন চেয়ে পাইনি। নেতা-কর্মীরা এটা মানতে পারছেন না। তাঁদের চাপের কথা দলকে জানিয়েছি। দল তাঁদের সিদ্ধান্ত বদল করে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে একপ্রকার সবুজসংকেত পেয়েছি। দল বলুক আর না বলুক শেষ পর্যন্ত আমি নির্বাচন করব।’

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান সাংসদ এ কে এম শামীম ওসমানকে। তাঁর বিপরীতে জেলা বিএনপির সহসভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ দলীয় মনোনয়ন পেয়েছেন। এই আসনে দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন গিয়াস উদ্দিন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে গিয়াস উদ্দিন বিএনপির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের শামীম ওসমানকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।