মোয়াজ্জেম বললেন 'বোগাস'

মোয়াজ্জেম হোসেন  ও রফিকুল ইসলাম
মোয়াজ্জেম হোসেন ও রফিকুল ইসলাম

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধরমপাশা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। তিনি টানা দুইবারের সাংসদ। কিন্তু গত বৃহস্পতিবার রাত থেকে নির্বাচনী এলাকায় গুঞ্জন শুরু হয়েছে, শেষমেশ এখানে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন সম্প্রতি বিএনপি থেকে বিকল্প ধারায় যোগ দেওয়া মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী। এই গুঞ্জন এখন পুরো জেলায়।

তবে সাংসদ মোয়াজ্জেম হোসেন শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এটি সম্পূর্ণ বোগাস। বোগাস কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে রাজি নই।’

মোয়াজ্জেম হোসেন ২০০৮ সালে প্রথম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এখানে সাংসদ হন। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে আবার সাংসদ হন তিনি। এবারের নির্বাচনে এখানে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১১ জন। কিন্তু মোয়াজ্জেম হোসেনই শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পান।

চিকিৎসক রফিকুল ইসলাম চৌধুরী ২০০৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। কিন্তু জয়ী হতে পারেননি। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিএমএর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এবার নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি বিকল্প ধারা বাংলাদেশে যোগ দিয়ে দলের মনোনয়ন পান। তিনি বিকল্প ধারার প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র দাখিল করেছেন।

রফিকুল ইসলাম চৌধুরী এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেন, এমন আলোচনার বিষয়ে সাংসদ মোয়াজ্জেম হোসেনের সমর্থক ধরমপাশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি নূর হোসেন বলেন, ‘এখানে মোয়াজ্জেম হোসেন ছাড়া আর কেউ নৌকা নিয়ে নির্বাচন করলে লাভ হবে না। রফিকের শরীরে এখনো বিএনপির গন্ধ লেগে আছে।’

রফিকুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘বিকল্প ধারা থেকে আমাকে জানানো হয়েছে, আমরা মহাজোটের শরিক হিসেবে পাঁচটি আসন পাচ্ছি। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনটি আছে।’ তিনি বলেন, ‘যে আদর্শ নিয়ে বিএনপির জন্ম হয়েছিলে, দলটি এখন সে জায়গায় নেই।’