যুদ্ধাপরাধীদের পরিবারকে অযোগ্য ঘোষণার দাবি

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধীদের পরিবারের সদস্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে।  প্রথম আলো
পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধীদের পরিবারের সদস্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে। প্রথম আলো

পিরোজপুরে মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দল ও মানবতাবিরোধী অপরাধীদের পরিবারের সদস্যদের জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে গতকাল শনিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ আয়োজন করা হয়।

পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী। এ আসনে জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার ও জেলা বিএনপির সদস্য মো. সরোয়ার হোসেনও বিএনপির জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম।

গতকাল মানববন্ধন শেষে জেলা জাসদের সভাপতি চিত্ত রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম খান, জাতীয় পার্টির (জেপি) নেতা আতিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। এ সময় বক্তারা শামীম বিন সাঈদীকে ধানের শীষ প্রতীক না দেওয়ার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানান।