ঢাকায় বাসের ধাক্কায় নারী চিকিৎসক নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানীর বিজয় সরণি এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী আখতার জাহান রুম্পা (২৮) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক। আজ মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে তেজগাঁও থানাধীন বিজয় সরণির মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে শ্যামলীগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয় মহাখালীগামী একটি বাস। এতে অটোরিকশায় থাকা এক নারী ও চালক আহত হন। রাস্তার পাশে কাজ করতে থাকা শ্রমিকেরা অটোরিকশার চালককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। আহত নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ শনাক্ত করেন স্বজনেরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। তিনি বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত নারীর আত্মীয় সাইদ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আখতার জাহানের বাবার নাম আখতারুজ্জামান। বাড়ি চট্টগ্রামের হালিশহরে। তিনি সিলেটের ওসমানীনগরের বার্ডসআই হাসপাতালের চিকিৎসক ছিলেন। শ্যামলীর একটি চক্ষু হাসপাতালের চাকরির সাক্ষাৎকার দিতে এসেছিলেন তিনি।

ট্রাফিক বিভাগ পশ্চিমের অতিরিক্ত উপকমিশনার মনজুর মোর্শেদ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা যায়নি।

প্রথম আলোর হিসাব অনুযায়ী আজ ১ জনসহ ৬৪৯ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭০৫।