পাশে এসে দাঁড়াতে অনুরোধ করলেন মনোনয়নবঞ্চিতদের

রমজান আলী
রমজান আলী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের ১০ নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁদের একজন লে. কর্নেল (অব.) রমজান আলী সরকার। সর্বশেষ আওয়ামী লীগ তাঁকে দলীয় প্রার্থী মনোনীত করেছে। তিনি গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে মনোনয়নবঞ্চিত দলীয় নেতাদের প্রতি নির্বাচনে তাঁকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

নাটোরের লালপুর বাজারে রমজান আলীর নির্বাচনী কার্যালয়ে গতকাল সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে লে. কর্নেল (অব.) রমজান আলী সরকার লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে তিনি বলেন, ‘বিভেদ নয়, দলের সবাইকে নিয়ে ভোট করতে চাই। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন দলীয় বিভেদ, মারামারি, হানাহানি সৃষ্টির জন্য নয়। দলের নেতা–কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে আসনটি জননেত্রীকে উপহার দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি আমাকে মনোনয়ন দেওয়ার পর এখানকার মনোনয়নপ্রত্যাশীদের আটজন ইতিমধ্যে আমার

পাশে এসে দাঁড়িয়েছেন। শুধু বর্তমান সাংসদ আবুল কালাম আজাদ ও দল থেকে প্রথম মনোনয়ন দেওয়া শহিদুল ইসলাম এখনো আসেননি। আমি তাঁদের অনুরোধ করছি, তাঁরা যেন বিভেদ ভুলে গিয়ে আমার পাশে তথা নৌকার পাশে এসে দাঁড়ান, যদিও ৯ ডিসেম্বর পর্যন্ত হয়তো এ জন্য আমাকে অপেক্ষা করতে হবে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোনয়নপ্রত্যাশী ঢাকার কামরাঙ্গীরচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিছুর রহমান, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুল হক, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার, আওয়ামী লীগের নেতা মোর্শেদ আলম, তোফায়েল আহমেদ, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।