টঙ্গীতে বন্য প্রাণী জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

জব্দ হওয়া বিভিন্ন প্রজাতির পাখি ও বানর। টঙ্গী, গাজীপুর, ৪ ডিসেম্বর। ছবি: সংগৃহীত
জব্দ হওয়া বিভিন্ন প্রজাতির পাখি ও বানর। টঙ্গী, গাজীপুর, ৪ ডিসেম্বর। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বন্যপ্রাণী অবৈধ কেনাবেচা ও পাচারের দায়ে এক দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বেশকিছু বন্য প্রাণী জব্দ করা হয়। আজ মঙ্গলবার সকালে টঙ্গী বাজারে র‍্যাব ও বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের যৌথ অভিযানে বন্য প্রাণী জব্দ করা হয়।

বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক প্রথম আলোকে বলেন, টঙ্গী বাজারে আল হাদী নামে এক ব্যক্তির দোকান থেকে এসব প্রাণী জব্দ করা হয়। অবৈধ কেনাবেচা ও পাচারের দায়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অসীম মল্লিক জানান, জব্দ হওয়া এসব প্রাণীর মধ্যে রয়েছে, একটি বানর, ১৯টি বালিহাঁস, পাঁচটি প্যাঁচা, ১৫টি শালিক, পাঁচটি ঘুঘু, একটি কালিম, দুটি কাঠবিড়ালি ও সাতটি টিয়া। তিনি জানান, জব্দ হওয়া এসব প্রাণীর বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

অসীম মল্লিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদী জানিয়েছেন, পাখিগুলো শেরপুরের হাওরাঞ্চল থেকে আর বানর-কাঠবিড়ালি গাজীপুরের বন থেকে ধরা হয়। পরে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দের নেতৃত্বে এসব প্রাণী গাজীপুর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।