সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ

মজিবুর রহমান
মজিবুর রহমান

ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার ভাঙ্গা উপজেলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকতাদিরুল আহমেদের কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দুটি অভিযোগপত্র দেওয়া হয়েছে। একটিতে উল্লেখ করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বিভিন্ন ইউনিয়নে শেখ রাসেল স্মৃতি সংঘ ও যুব সংগ্রাম পরিষদের নামে ব্যানার টানিয়ে নির্বাচনী কাজ পরিচালনা করছেন। সেসব কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়েছে। আরেকটি অভিযোগপত্রে বলা হয়, শেখ হাসিনার ছবিসহ মজিবুর রহমান চৌধুরী নিজের ছবি দিয়ে ‘নিক্সন চৌধুরীকে ভোট দিন’ মর্মে রঙিন স্টিকার ভাঙ্গার বিভিন্ন হাটবাজার, বৈদ্যুতিক খুঁটি, গাড়ি, সেলুনসহ বিভিন্ন জায়গায় লাগিয়েছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।

প্রসঙ্গত, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, শুধু দলীয় প্রার্থীরাই দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। এ ব্যাপারে জানতে গতকাল সন্ধ্যায় সাংসদ মজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। তাঁর সমর্থক ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন বলেন, ‘এগুলো আমরা করিনি। এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ছয় মাস আগে এ ধরনের স্টিকার সাঁটানো হয়েছিল। পরে তফসিল ঘোষণার পর সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। সাংসদ এখন পর্যন্ত তাঁর এলাকায় কোনো নির্বাচনী কার্যালয় স্থাপন করেননি।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ বলেন, অভিযোগ দুটি খতিয়ে দেখা হচ্ছে।