শ্বাসরুদ্ধকর এক অভিযান

>রাজধানীর বাংলামোটরের লিংক রোডের একটি বাড়িতে নুরুজ্জামান কাজল নামের এক ব্যক্তি তাঁর দুই শিশুসন্তানকে ‘জিম্মি’ করে রেখেছেন—এমন সংবাদে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। খবর পেয়ে কৌতূহলী মানুষ ও সাংবাদিকেরা খোদেজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্টো দিকের ১৬ নম্বর বাড়ির সামনে জড়ো হন। কাজ শুরু করেন পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা। জানা যায়, একটি শিশু বেঁচে নেই, অন্য শিশু বাবার সঙ্গে আছে। বাড়ির ভেতরে ঢুকে এক শিশুর লাশ দেখতে পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কৌশল হিসেবে আজ দুপুরে মৃত শিশুটির জানাজার জন্য মসজিদে ঘোষণা দেওয়া হয়। জানাজার জন্য একপর্যায়ে দরজা খুলে কাজল বাইরে বেরিয়ে এলে তাঁকে আটক করা হয়। উদ্ধার হয় কাজলের বড় ছেলে। ছবিগুলো বুধবারের।
বাড়িটির সামনে মানুষের ভিড়। ঘটনাস্থলে কাজ শুরু করছেন পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাড়িটির সামনে মানুষের ভিড়। ঘটনাস্থলে কাজ শুরু করছেন পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
যেকোনো পরিস্থিতির জন্য বাড়ির বাইরে সতর্ক অবস্থানে র‍্যাবের সদস্যরা।
যেকোনো পরিস্থিতির জন্য বাড়ির বাইরে সতর্ক অবস্থানে র‍্যাবের সদস্যরা।
উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে সাধারণ মানুষের অপেক্ষা।
উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে সাধারণ মানুষের অপেক্ষা।
বাড়ির ভেতরে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা।
বাড়ির ভেতরে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা।
দরজার ফুটো দিয়ে নুরুজ্জামান কাজলের অবস্থান পর্যবেক্ষণ করছেন ফায়ার সার্ভিসের এক কর্মী।
দরজার ফুটো দিয়ে নুরুজ্জামান কাজলের অবস্থান পর্যবেক্ষণ করছেন ফায়ার সার্ভিসের এক কর্মী।
কৌশলে বাড়ি থেকে বের করা হয় কাজলকে। থানায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।
কৌশলে বাড়ি থেকে বের করা হয় কাজলকে। থানায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।