#পৃথিবীবদলেযাক

নারীর প্রতি সহিংসতা রোধে ইউএন উইমেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ১৬ দিনব্যাপী কর্মসূচি উদ্‌যাপন করছে ব্র্যাক। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ব্র্যাক এবার এই প্রতিবাদী কর্মসূচির শিল্পমাধ্যম হিসেবে ব্যবহার করছে কার্টুন।

এক বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, তাদের এই কার্টুন কর্মসূচি সমানতালে প্রকাশ পাচ্ছে #পৃথিবীবদলেযাক–এ। এসব কার্টুন এঁকেছেন উন্মাদ সম্পাদক আসান হাবীব, সহকারী সম্পাদক মোর্শেদ মিশু, আরিফ ইকবাল, মানিক রতন ও দেবাদ্রিতা পিঁউ। 

প্রসঙ্গত, প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ইউএন উইমেন ১৬ দিনব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। ব্র্যাক তাদের কার্টুন কর্মসূচি পালন প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, সংস্থাটি (ব্র্যাক) বিশ্বাস করে বৈষম্যহীন, সুন্দর পৃথিবী গড়তে শিল্পের ব্যাপক ভূমিকা রয়েছে। ইউএন উইমেনের এবারের স্লোগান Orange the world: #hearmetoo. ব্র্যাক বলছে, নারীর প্রতি সহিংসতা বন্ধে সোচ্চার হন আপনিও  #পৃথিবীবদলেযাক।