খালে আটকা কুমির

পদ্মা নদীর চরের খালে আটকা পড়েছে এক বৃহদাকার কুমির। মানুষের অত্যাচারে অতিষ্ঠ হেয় উঠেছে প্রাণীটি। গতকাল পাবনার চরকোমরপুরে।  ছবি: হাসান মাহমুদ
পদ্মা নদীর চরের খালে আটকা পড়েছে এক বৃহদাকার কুমির। মানুষের অত্যাচারে অতিষ্ঠ হেয় উঠেছে প্রাণীটি। গতকাল পাবনার চরকোমরপুরে। ছবি: হাসান মাহমুদ

পদ্মায় এখন জেগে উঠেছে চর। কোথাও কোথাও বড় খালে পানি জমে আছে। এমনই একটি খালে আটকা পড়েছে একটি মিঠাপানির কুমির।

অসংখ্য মানুষ কুমির দেখতে ভিড় করছে। ভেসে উঠলেই ঢিল ছুড়ছে, আঘাত করছে। ফলে একদিকে খাবার সংকট, অন্যদিকে মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে কুমিরটি।

ঘটনাস্থল পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চরকোমরপুর গ্রামের শুকিয়ে যাওয়া পদ্মা নদী।

গতকাল খালের পাড়ে ঘণ্টা তিনেক অপেক্ষার পর দেখা মেলে কুমিরের। পাঁচ থেকে ছয় ফুট দীর্ঘ। তবে বেশ ক্ষুধার্ত মনে হচ্ছিল কুমিরটিকে। ভেসে উঠতেই চারদিকের চেঁচামেচিতে আবার ডুব দিল প্রাণীটি।

প্রাণী ও প্রকৃতি বিষয়ের আলোকচিত্রী সুপ্রতাপ জানান, মনে হচ্ছে এটি মিঠাপানির প্রাপ্তবয়স্ক কুমির। এরা মাংসাশী প্রাণী।

যোগাযোগ করলে পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, কুমিরটি উদ্ধারের জন্য বিভাগীয় বন কর্মকর্তাকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।