নেতা-কর্মীদের উল্লাস, আছে উদ্বেগও

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির খন্দকার আবু আশফাক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আপিলের শুনানি শেষে তাঁর পক্ষে এ সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের নথি গ্রহণ-সংক্রান্ত জটিলতার কারণে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বিএনপির দলীয় প্রার্থী খন্দকার আবু আশফাকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করছিল।

আবু আশফাকের প্রার্থিতা ফিরে পাওয়ায় উৎফুল্ল দোহার-নবাবগঞ্জের বিএনপির নেতা-কর্মীরা। দলীয় প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিকে তাঁরা প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন।

ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে দুই হেভিওয়েট প্রার্থী নির্বাচন করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী দলীয় সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং স্বতন্ত্র হিসেবে বর্তমান সাংসদ সালমা ইসলাম।

বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের মধ্যে শঙ্কা রয়েছে। সিইসির তরফ থেকে সব দলের সমান সুযোগ চাই। সেই সঙ্গে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার।’